নিজ উপজেলায় দাপট খাটিয়ে সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ অফিস সহকারী আব্দুল জব্বারের বিরুদ্ধে
স্টাফ রির্পোটার:
যশোর জেলার চৌগাছা উপজেলা নিজ এলাকার প্রভাব খাটিয়ে ঠিকাদার ও প্রকল্প সভাপতিদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অফিস সহকারী আব্দুল জব্বারের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি আত্মীয়-স্বজনদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে কমিশন বাণিজ্য পরিচালনা করছেন বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।
জানা যায়, ২০২৪ সালে অফিস সহকারী পদে নিয়োগপ্রাপ্ত হন আব্দুল জব্বার। চাকরি স্থায়ী হওয়ার আগেই তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি নিজের বাড়ি ও শ্বশুরবাড়ি একই উপজেলায় হওয়ায় প্রভাব খাটিয়ে নিজের পছন্দমতো প্রকল্পের ঠিকাদারি কাজ বাগিয়ে নেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের অর্থ উত্তোলনের ক্ষেত্রে কমিশন না দিলে ঠিকাদার ও প্রকল্প সভাপতিদের বিল অনুমোদন করা হয় না। এভাবে প্রতিটি প্রকল্প থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, চাকরিতে যোগদানের আগে আব্দুল জব্বারের নিজের উল্লেখযোগ্য কোনো সম্পদ ছিল না। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি বিলাসবহুল বাড়ি ও নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদ।
স্থানীয় জনগণ ও ভুক্তভোগীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অন্যত্র বদলি পূর্বক তার দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল জব্বারের সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, নিজ উপজেলায় আমার মত অনেকেই চাকরি করেন। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমান না করতে পারলে আমি মামলা করবো। আমাকে কেউ কিছু করতে পারবে না। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

