ঢাকাFriday , 27 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ

৩১ দফা বিতরণ সোনাইমুড়ী চাটখিল কড়িহাটি বাজারে

admin
June 27, 2025 8:41 pm
Link Copied!

বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা প্রচারে চাটখিল-সোনাইমুড়ীতে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও মনোনয়ন প্রত্যাশী জননেতা *মামুনুর রশিদ মামুন*-এর নেতৃত্বে আজ সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের *পতিশ গ্রাম* এবং চাটখিল উপজেলার ৮নং নোয়াখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের *কড়িহাটি পূর্ব ও পশ্চিম বাজারে* বিএনপির ঘোষিত “৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা” সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে *লিফলেট বিতরণ* কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে *জনাব মামুনুর রশিদ মামুন* বলেন,
> “তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রণীত ৩১ দফা রূপরেখা শুধু একটি কাগুজে পরিকল্পনা নয়, বরং এটি একটি *দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব বাংলাদেশ* গঠনের রোডম্যাপ। এ দেশ থেকে বৈষম্য, দুঃশাসন ও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি দূর করতে হলে এ দফাগুলো বাস্তবায়নের বিকল্প নেই।”

এই প্রচারণায় অংশ নেন চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা স্থানীয় জনগণের মাঝে দফাগুলোর ব্যাখ্যা তুলে ধরেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
লিফলেট বিতরণের পূর্বে* কড়িহাটি ছালেমিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মসজিদে *আসরের নামাজ আদায়ের পর বিশেষ দোয়া* অনুষ্ঠিত হয়। দোয়ায় বিএনপির চেয়ারপারসন *বেগম খালেদা জিয়ার সুস্থতা*, ভারপ্রাপ্ত চেয়ারম্যান *তারেক রহমানের দীর্ঘ হায়াত*, এবং শহীদ রাষ্ট্রপতি *জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত* কামনা করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ স্থাপন করে তাদের ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালাচ্ছে।