বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা প্রচারে চাটখিল-সোনাইমুড়ীতে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও মনোনয়ন প্রত্যাশী জননেতা *মামুনুর রশিদ মামুন*-এর নেতৃত্বে আজ সোনাইমুড়ী উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের *পতিশ গ্রাম* এবং চাটখিল উপজেলার ৮নং নোয়াখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের *কড়িহাটি পূর্ব ও পশ্চিম বাজারে* বিএনপির ঘোষিত “৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা” সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে *লিফলেট বিতরণ* কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে *জনাব মামুনুর রশিদ মামুন* বলেন,
> “তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রণীত ৩১ দফা রূপরেখা শুধু একটি কাগুজে পরিকল্পনা নয়, বরং এটি একটি *দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব বাংলাদেশ* গঠনের রোডম্যাপ। এ দেশ থেকে বৈষম্য, দুঃশাসন ও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি দূর করতে হলে এ দফাগুলো বাস্তবায়নের বিকল্প নেই।”
এই প্রচারণায় অংশ নেন চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা স্থানীয় জনগণের মাঝে দফাগুলোর ব্যাখ্যা তুলে ধরেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
লিফলেট বিতরণের পূর্বে* কড়িহাটি ছালেমিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মসজিদে *আসরের নামাজ আদায়ের পর বিশেষ দোয়া* অনুষ্ঠিত হয়। দোয়ায় বিএনপির চেয়ারপারসন *বেগম খালেদা জিয়ার সুস্থতা*, ভারপ্রাপ্ত চেয়ারম্যান *তারেক রহমানের দীর্ঘ হায়াত*, এবং শহীদ রাষ্ট্রপতি *জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত* কামনা করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ স্থাপন করে তাদের ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াস চালাচ্ছে।