ঢাকাSaturday , 8 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ

অবৈধ মাটির ট্রাক থেকে চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে

admin
March 8, 2025 8:58 pm
Link Copied!

জয়াগে মাটি লুট ও মাটির ট্রাক থেকে চাদাঁবাজী নিয়ে এলোপাতাড়ি হামলা

সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে ভাওরকোর্ট, জুনুদপুর, আনন্দীপুর এবং কুলশ্রী গ্রাম থেকে মানুষের ফসলি জমির মাটি লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জুনুদপুরের প্রতিবাদকারী লোকজনকে জয়াগে আসার পর আটকে রাখা এবং হেনস্তা করার ঘটনায় রাতে জয়াগ বাজারে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার জুনুদপুর আনন্দীপুরে মাটির কাটার স্থল থেকে চাঁদাবাজী করতে এসে স্থানীয় জনতার হাতে আটক হয় রুবেল ও বাদল নামের দুই যুবদলের কর্মী। এই গ্রুপের গোয়েন্দা তালিকা যাদের নাম আসে তারা হলেন, মো সুমন, পিতা তোয়ালেব, মো রুবেল পিতা মুন্সি, রজ্জব আলি হাজি বাড়ি, রিয়াদ ভাওরকোট বাবা শহিদ আহমেদ, মো সেলিম উলুপাড়া, পিতা সোলেমান, ইসমাইল সুলতান, পিতা হোসেন মেম্বার, ইফাজ, পিতা মিরন, বাড়ি আবুল চকিদার বাড়ি, বাদল পাটোয়ারি বাড়ি, পিতা রমজান আলি।

বৃহস্পতিবার আনন্দীপুরে মসজিদের মাটির ট্রাক থেকে চাদাঁবাজী করার সময়ে আটক হওয়ার পর একটি ভিডিওতে দেখা যায়, তারা নিজেদের যুবদলের নেতা এবং জয়াগ ইউনিয়ন বিএনপি নেতা সেলিম গ্রুপের লোক বলে দাবী করে। তারা জুনুদপুর থেকে ছাড়া পাওয়ার পর জুনুদপুর এলাকার কয়েকজন ব্যক্তি জয়াগ কাউন্সিলে টিসিবির খাদ্য নিতে আসলে তাদের আটক করে হেনস্তা করে। এভাবে ঘটনা বাড়তে থাকে এবং জয়াগে বিএনপির আরো একটি গ্রুপের ছাত্রদল কর্মীর একটি ট্রাক আটক করে এবং সেখানে বাক বিতন্ডা হয়।

এসবের সূত্র ধরে আজ জয়াগে এলোপাতাড়ি হামলা ও ককটেল বিস্পোরনের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, জয়াগ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যাওভাওরকোর্ট ও কুলশ্রী গ্রামে সাহরির পর বিশ্রামরত সাধারণ মানুষের অগোচরে জমির মাটি লুটের ঘটনা ঘটে গত মঙ্গলবার।

সকাল ৮টার পর স্থানীয় কিছু চিহ্নিত ব্যক্তি জয়াগ-নগরপাড়া-মোহাম্মদপুর সড়কের পাশে জমির মাটি লুট করতে আসে। এসময় জমির মালিকদের প্রতিরোধের মুখে পড়ে। জমির মালিকদের অভিযোগ, তারা এ বিষয়ে কোনো পূর্ব অনুমতি দেননি। একই সময়ে ভাওরকোর্ট এলাকা থেকে মাটি লুটের ঘটনা ঘটে। এ বিষয়ে ভাওরকোর্ট গ্রামের এবিএম আবদুল্লাহ আল বাকী ও আবদুল্লা আল কাফি সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করে বলেন, রাকিব, ইউছূফ সহ অজ্ঞাতনামা কয়েকজন ফসলি জমি থেকে ডেকো দিয়ে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় প্রতিকার চাওয়ার পর তারা প্রাণনাশের হুমকি দেয় এবং মাটি কাটা অব্যাহত রেখেছে। অভিযোগে বলা হয় , জয়াগ ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ হোসেন এর ভাগিনা সুজন মাটি লুটের সাথে জড়িত আছে।
স্থানীয় ডা. খোকন, রাজু, হিরন, মুফতি হিজবুল্লাহ ও শাহাজাহানসহ অনেকের চেষ্টায় মাটি লুট কয়েক স্থানে বন্ধ হলেও স্থায়ীভাবে বন্ধ করা যায়নি। রাতের আঁধারে তারা আবারো মাটি লুট শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভুক্তভোগী জমির মালিকরা প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে, যারা রাজনৈতিক পরিচয়ে অবৈধভাবে সম্পদ লুটপাট করছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।