আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ও পৌর মহিলা দলের নেতা-কর্মীদের চাঁঙা করতে কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল চারটায় পৌরসদরের আদর্শ ক্লাব কমিউনিটি সেন্টারে ওই কর্মী সম্মেলনের আয়োজন করে উপজেলা ও পৌর মহিলা দল। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি নিহার সুলতানা ছায়া। এসময় নেতা-কর্মীদের উদ্যেশে প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী অঞ্চলের দ্বায়ীত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন।
উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আরফিন আক্তার মৌ ও পৌর মহিলা দলের সভাপতি রহিমা আক্তার রুহির সঞ্চালনা কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা মহিলা দলের সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা প্রমুখ।