নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইউপি সদস্য মো. জহুরুল ইসলামকে মাদক ব্যবসা ও হুকুমদাতার অভিযোগে জড়িয়ে গত ২১ জানুয়ারি বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
জহুরুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু স্বার্থান্বেষী মহল আমার সামাজিক মর্যাদা নষ্ট করার লক্ষ্যে এসব বানোয়াট তথ্য প্রচার করেছে। এতে আমার ব্যক্তিগত ও পারিবারিক মানসম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।”
তিনি দাবি করেন, “সংবাদে উল্লেখিত মাদক ব্যবসা ও হুকুমদাতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকাশিত সংবাদে আমার বক্তব্য নেওয়ার প্রয়োজনীয়তাও উপেক্ষা করা হয়েছে, যা নীতিগতভাবে সাংবাদিকতার আদর্শের পরিপন্থী।”
জহুরুল ইসলাম আরও বলেন, “আমার ছবি ব্যবহার করে এবং আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে ভবিষ্যতে এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করছি।”
তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “সত্যের প্রতি আস্থাশীল থাকুন এবং উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। আমি আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছি।”