চাকরি রাজস্বকরণের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ মতিনের বিরুদ্ধে
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের ৪৮৪ জন কার্যসহকারীকে চাকরি রাজস্বকরণের আশ্বাস দিয়ে প্রতারণা অভিযোগ ওঠেছে মো. আব্দুল মতিনের বিরুদ্ধে।
দীর্ঘ দিন যাবত এই কর্মচারীরা চাকরি রাজস্বকরণের দাবিতে আন্দোলন করছিলেন। এসব আন্দোলনকারীদের কাছে মামলা পরিচালনার নাম করে একে একে হাতিয়ে নেয়া হয়েছে ১৫ কোটি টাকারও বেশি।
সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের কার্যসহকারী সমিতির সভাপতি মো. আব্দুল মতিন। তিনি মামলা পরিচালনার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ ওঠেছে। কর্মচারীরা তার কাছে চাকরি রাজস্বকরণের আশায় টাকা প্রদান করতে বাধ্য হন। এমনকি, অনেকেই তাদের শেষ সম্বল বিক্রি করে এই মতিনের কাছে টাকা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারি জন সংবাদ’কে বলেন, "আমার বাবার জমি বন্ধক রেখে এবং গরু বিক্রি করে এই টাকা দিয়েছি। আমাদের অধিকাংশ সহকর্মীরা তাদের শেষ সম্বল বিক্রি করেছে চাকরি জাতীয়করণের আশায়।"
এসব কর্মচারীদের অসহায়ত্বের সুযোগ নেয় সমিতির সভাপতি মো. আব্দুল মতিন । বর্তমানে তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় কর্মরত রয়েছেন। তবে, তিনি প্রায়ই ঢাকায় অবস্থান করেন এবং কর্মচারীদের কাছ থেকে ঢাকায় বসে টাকা সংগ্রহ করেন বলে জানা যায়। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন যাবত মামলার খরচের কথা বলে ধাপে ধাপে মতিন ৪৮৪ জনের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। বিষয়টি এখন ব্যাপক আলোচনা এবং প্রতিবাদের সৃষ্টি করেছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে, ভবিষ্যতে এমন প্রতারণা আরও বৃদ্ধি পেতে পারে, যা পুরো সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025