ঢাকাSaturday , 22 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

admin
March 22, 2025 10:04 am
Link Copied!

“জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) মাদারীপুর জেলার নতুন কমিটি গঠন”

গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মাদারীপুর জেলার মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের সামাজিক কর্মকাণ্ড ও চলমান আন্দোলন সংগ্রামে দায়িত্বশীল ভূমিকা পালনকারী কর্মঠ ও ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে আংশিক আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ অনুমোদন করা হয়েছে।

এ উপলক্ষে, সংগঠনের সদ্য গঠিত নতুন কমিটিতে *কে এম তোফাজ্জেল হোসেন ছান্টু* কে প্রধান উপদেষ্টা হিসেবে, *আবুল বাসার মাতুব্বর* কে আহ্বায়ক হিসেবে এবং *মোঃ ফিরোজ মাহমুদ* কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটির গঠন প্রক্রিয়া সম্পর্কে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় কমিটির “সভাপতি” “এম গিয়াসউদ্দিন খোকন” জানান, সামাজিক উন্নয়ন, জনগণের কল্যাণ ও সংগঠনের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করা হবে এবং স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়া হবে।

নতুন কমিটির সদস্যরা সংগঠনের সকল প্রকার কার্যক্রমে আগ্রহী এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে সম্মত হয়েছেন। সদস্যদের মধ্যে তাদের ত্যাগ ও নিষ্ঠার কারণে নতুন কমিটি সংগঠনকে আরো শক্তিশালী এবং কার্যকরী করে তুলবে বলে আশা করা যাচ্ছে।

*নতুন কমিটির সদস্যরা:*

*প্রধান উপদেষ্টা:* কে এম তোফাজ্জেল হোসেন ছান্টু
– *আহ্বায়ক:* আবুল বাসার মাতুব্বর
– *সদস্য সচিব:* মোঃ ফিরোজ মাহমুদ

এছাড়া, পুরো কমিটি আরও ৭১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনের লক্ষ্য অর্জনে কাজ করবে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)
#জিসপ #নতুনকমিটি #মাদারীপুর #সামাজিককর্ম #উন্নয়ন
#Bangladesh #Nationalist #Party-BNP বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল – Bangladesh Jatiyotabadi Chatrodol বি এন পি করতে কলিজায় সাহস লাগে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ জন সংবাদ