ধর্ষকের হাত কামড়ে-চিৎকার করে রক্ষা
পেলো ৪র্থ শ্রেণির ছাত্রী
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি চাচার বিরুদ্ধে। এসময় শিশুটি ধর্ষক মিঠুর (প্রতিবেশী চাচা) হাতে কামড়ে দেয় এবং চিৎকার দেয়। এতে অন্য প্রতিবেশিরা এগিয়ে আসলে দ্রুত পালিয়ে যায় মিঠু। এ ঘটনায় চৌগাছা থানায় মামলা হয়েছে। আজ রোববার (১৬মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিগ্রহের শিকার শিশুটি জানায়, প্রতিবেশি চাচা মিঠু তাকে বলে তোর দাদি মাঠে পাতা (জ্বালানির জন্য মেহগনিসহ বিভিন্ন গাছের পাতা) কুড়িয়েছে। পাতা আনতে তোকে ডাকছে। এ কথা শুনে সে মিঠুর সাথে মাঠে যায়। কিন্তু মিঠু তাকে মাঠের পাশের পেয়ারা বাগানে নিয়ে যেতে চায়। তখন শিশুটি দাদিকে দেখতে না পেয়ে বাড়ি যেতে চায়।
শিশুটি আরো বলে, ওই সময় মিঠু বলে তুই নিজের মতো চলে যা। আমি পাকা রাস্তায় উঠিয়ে দিতে বলি। মিঠু তখন বাগানের মধ্য দিয়ে একটি কবরস্থানের পাশ দিয়ে আমাকে নিয়ে যেতে চায়। তার সাথে যেতে না চাইলে মারবো বলে শাসায়। একপর্যায়ে মিঠু বুকের মাঝে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার ওপর উঠে জোরাজুরি করতে থাকে। এমনকি গায়ের জামাও ছিড়ে ফেলে। এসময় চিৎকার করতে করতে এক পর্যায়ে ধর্ষক মিঠুর হাতে কামড়ে দেই। চিৎকার শুনে মাঠের লোকজন এগিয়ে আসলে মিঠু পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে শিশুটির দাদি ও মা-চাচিরা ঘটনস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটকে পুলিশ অভিযানে রয়েছে।
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025