নিজস্ব প্রতিনিধিঃ গত ডিসেম্বরে নাটোরের কয়েকটি স্থানে দেয়ালে দেয়ালে জয়বাংলা স্লোগান লিখার পর এবার নাটোরের নলডাঙ্গায় রাতের আঁধারে দেয়ালে দেয়ালে লেখা হলো জয়বাংলা স্লোগান। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতের কোন এক সময়ে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে কে বা কারা জয়বাংলা স্লোগান দেয়ালে লিখে যায়। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর পর্যন্ত এই " জয়বাংলা " স্লোগান লেখাগুলো দেয়ালে দেয়ালে প্রদর্শিত ছিল। দুপুরে লেখাগুলো সবার নজরে আসলে তা মুছে ফেলার উদ্যোগ নেয় ছাত্রদল কর্মীরা।
গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতারা আত্নগোপনে থাকলেও হঠাৎ করেই তাদের তৎপরতা প্রকাশ্যে আনতেই এই দেয়াল লিখনের প্রচেষ্টা।
খোঁজ নিয়ে জানা গেছে, নলডাঙ্গা উপজেলার মাধনগর বাজার, মাধনগর ডিগ্রী কলেজ, এস আই উচ্চ বিদ্যালয়, মাধনগর বাজারের প্রবেশমুখে, বাজেহালতি ব্রীজ, আনিছ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকার দেয়ালে দেয়ালে "জয়বাংলা " স্লোগান লেখা হয়েছে। বিভিন্ন এলাকার ভবনের দেয়ালে লাল কালি দিয়ে লেখা হয় "জয়বাংলা " স্লোগান।
নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন জানান, দেয়ালে দেয়ালে জয়বাংলা লিখে শান্ত নাটোরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা তা হতে দিবনা। মাধনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন জানান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এসব দেয়াল লিখনের মাধ্যমে জনমনে আতন্ক সৃষ্টি করছে। রাতের আঁধারে কে বা কারা জয়বাংলা স্লোগান লিখে পালিয়ে যান তা প্রকাশ্য না হলেও এটা আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা তাদের উপস্থিত জানান দিতে অপচেষ্টা করছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল তাদের এই অপচেষ্টা রুখে দিতে প্রস্তুত আছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, যারা রাতের আঁধারে এ কাজ করেছে তাদের খোঁজ খবর নেয়া হচ্ছে। দেয়ালে দেয়ালে জয়বাংলা স্লোগান লিখার বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025