নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে নলডাঙ্গা মাছ বাজার চত্বরে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল বাকি'র সভাপতিত্বে উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে এ আলোচনা পর্বে অংশ নেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন পাঠান, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৃজন, নলডাঙ্গা পৌর যুবদলের সভাপতি রুপচান আলী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, নলডাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রানা আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ লা জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্রদল আজ বৃহৎ ছাত্র সংগঠণ হিসাবে পরিচিত। শহীদ জিয়ার আদর্শকে বুকে আঁকড়ে ধরে দেশ গঠণে ছাত্রদলের প্রতিটি নেতা কর্মীকে ভূমিকা রাখতে হবে।
বুলবুল আরো বলেন, আমরা ৬৪ জেলার মধ্যে এমন এক নেতার সংগঠন ও দল করি যিনি ছাত্রদলের এই পাঠশালার রাজনীতি থেকে আজকে জাতীয় নেতা, তিনি হলেন আমাদের সকলের প্রিয় ও নাটোরের জননেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাই দুলু সাহেবের হাতকে শক্তিশালী করতে ছাত্রদলকে তার আদর্শের সৈনিক হয়ে কাজ করতে হবে।
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025