নাটোরে আগুনে পুড়ে সাংবাদিক কন্যার মৃত্যু
নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামে (৯) মাসের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার(২০ ডিসেম্বর) রাত ১২ টার দিকে বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা গ্রামের কায়েস মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আলিজা খাতুন ওই এলাকার আলতাফ মাহমুদের মেয়ে। আলতাফ মাহমুদ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির সিনিয়র রিপোর্টার। ইতিপূর্বে তিনি (দৈনিক মানবজমিন) এর ডিজিটাল বিভাগে কাজ করতেন।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে তার ছয় টি বিল্ডিং ঘর ভস্মীভূত হয়ে যায়। বাড়ির অন্যান্য সদস্যরা বের হতে সক্ষম হলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ ঘন্টা ব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে