ঢাকাThursday , 26 December 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দবিতে মানববন্ধন

admin
December 26, 2024 11:41 am
Link Copied!

নাটোরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আতঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ নাটোরের উদ্যোগে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, জুলাই -আগষ্ট বিপ্লব পরবর্তী একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বিনির্মানের জন্য জনবান্ধব প্রশাসন ব্যবস্থা প্রয়োজন। তাই জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে ছাত্র জনতাসহ বিসিএস শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাহার করা, উপ-সচিব পদে সকল কোটার অবসান ঘটিয়ে সকল ক্যাডারের সমন্বয়ে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে উক্ত পদে নিয়োগ দান করা ও সকল ক্যাডারের মধ্যে সমতা বিধান করার দাবি জানান।
বক্তার
আরোও বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন অতি দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে একটি জনকল্যানমূলক জনপ্রশাসন পুনঃগঠন করবেন। অন্যথায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করব।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড.মোঃ আসাদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তফা জামান, নাটোর সদর আধুনিক হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ এ এইচ এম আনিসুজ্জামান প্রমূখ।

স্বাস্থ্য সর্বশেষ