নাটোর জেলা প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ ১৭ ও জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালিকা অনুর্ধ ১৭ শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২১ জানুয়ারি) নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রওশন আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী প্রমুখ। টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় পর্যায়ে সাতটি করে উপজেলা দল ও নাটোর পৌরসভা সহ মোট ৮ টি দল অংশগ্রহন করছে। বালক বালিকা উভয় পর্যায়ের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নাটোর সদর ও লালপুর উপজেলা দল।
আগামী ২৪ জানুয়ারি বালক ও বালিকা গ্রুপের ২ টি করে সেমিফাইনাল শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত তারুণ্যের উৎসবের অংশ হিসাবে আজ জাতীয় গোল্ডকাপ বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025