ঢাকাMonday , 30 December 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব এর উদ্বোধন

admin
December 30, 2024 6:08 pm
Link Copied!

 

আজকের নলডাঙ্গা প্রতিবেদনঃ “আসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে নাটোরে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার(৩০ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে শহরের ভবানীগন্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর সামনে থেকে এক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসকর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রওশন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক সহ সরকারি কর্মকর্তা ও ছাত্ররা।এ সময় বক্তারা বলেন, আগামীতে তারুণ্যে নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গঠন তথা গ্লোবাল ভিলেজ আগামীতে নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুন সমাজ। এজন্য তাদেরকে সমস্যা সমাধানের সক্ষমতা এবং এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার এই লক্ষ্যে সকল কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
আগামী ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরনায় উজ্জীবিত হয়ে এই উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারী’২০২৫ পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
এদিকে একই প্রতিপাদ্য নিয়ে নাটোরের অন্যান্য উপজেলাতেও এই তারুণ্যের উৎসব পালিত হয়েছে।নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে তারুণ্যের উৎসব এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম এর তত্ত্বাবধানে একটি র‍্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সরকারি কর্মকর্তা সহ উপস্থিত ছিলেন,নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, পৌর যুবদলের সভাপতি রূপচান্দা আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা.ফজলুর রহমান প্রমুখ।