নিজস্ব প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে আঃ মান্নান(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার কাসোবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আঃ মান্নান নলডাঙ্গা উপজেলার বড়সিংগা এলাকার মৃত আইনুদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১২ টার দিকে উপজেলার মোমিনপুর এলাকায় চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে চোরের দল সেখান থেকে পালিয়ে যায়। পরে রাত পৌনে ১ টার দিকে একই উপজেলার কাসোবাড়িয়া রামসার কাজীপুর এলাকায় জনৈক জাহিদ হোসেন ও আফজাল হোসেনের নিজকৃত পুকুরে জাল ফেলে মাছ চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় চোরের দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আঃ মান্নান নামে এক চোর কে ধরে ফেলেন ও গণপিটুনি দেন গ্রাম বাসিরা। এতে মান্নান গুরুতর অসুস্থ হয়ে পরে। এ অবস্থায় পুকুর মালিক আফজাল ও জাহিদ কে খবর দিলে তারা এসে চোর আঃ মান্নান কে স্থানীয় ইউপি মেম্বার জহিরুল ইসলামের হেফাজতে দেন। পরে ইউপি সদস্য আঃ মান্নান কে অসুস্থ অবস্থায় তার স্বজনদের কাছে হস্তান্তর করলে রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ জানায়, গণপিটুনিতে নিহতের বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025