নাটোর প্রতিনিধিঃ "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়' সেবা হবে বিশ্বময়" এই স্লোগান কে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক আশিকুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী। অন্যান্যের মধ্যে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সভাপতি ও সাবেক নলডাঙ্গা পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. ফজলার রহমান প্রমুখ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি ও যন্ত্র প্রদর্শন করেন।
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025