সিডনির ল্যাকেম্বায়, দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও পালিয়ে আসা একজন বিতর্কিত আওয়ামী এমপি প্রিন্স বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিরোধের মুখে।
সিডনি রিপোর্টারঃ-
সিডনির ল্যাকেম্বায়, দেশত্যাগে নিষেধাজ্ঞা সত্ত্বেও পালিয়ে আসা একজন বিতর্কিত আওয়ামী এমপিকে দেখে ক্ষোভ প্রকাশ করেন অস্ট্রেলিয়া বিএনপির এক নেতা। ৪ মে ২০২৫, রবিবার রাত আনুমানিক ৮টার দিকে এমপি ল্যাকেম্বার সুপরিচিত সুলতানো ক্যাফেতে ৬-৭ জনের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ওই বিএনপি নেতার চোখে পড়ে তথাকথিত ওই আওয়ামী এমপি।
পরিস্থিতি একপর্যায়ে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, কিন্তু উপস্থিত মানুষজন দ্রুত হস্তক্ষেপ করে এমপিকে শারীরিকভাবে আঘাতের হাত থেকে রক্ষা করে এবং পুলিশকে খবর দেয়। অস্ট্রেলিয়ায় আইনের শাসন বিদ্যমান হওয়ায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও কাউকেস্ট্রেলিয়া তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেনি।
তরুন বিএনপি নেতা নিউসাউথওয়েলসের যুগ্ম আহ্ববায়ক অহিদুল ইসলাম অপুকে জিজ্ঞাসা করে কেন তিনি হামলার চেষ্টা করেছিলেন বা কেন চেয়ার হাতে তুলেছিলেন। উত্তরে তিনি জানান, ওই ব্যক্তি একজন খুনি, যিনি তিনজন ছাত্রকে হত্যা করেছেন এবং অস্ত্রসহ তার ভিডিও ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, এমন অপরাধীদের কারণে অস্ট্রেলিয়ার মাটি কলুষিত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অস্ট্রেলিয়া সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ পুরো বিষয়টি নথিভুক্ত করে ঘটনাস্থল ত্যাগ করে।
বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন,বাংলাদেশের গত ১৭ বছরের আওয়ামী লীগের দুঃশাসন নির্যাতন সাধারণ মানুষ থেকে সবাই ভূক্তভূগি তাই এদের অবৈধ দখলদার খুনি লুটপাটকারীদের যেখানেই দেখে মানুষ ক্ষোভে ভেঙ্গে পড়ে তারই বর্হিপ্রকাশ ঘটেছে রবিবার সন্ধ্যায় লাকেম্বায় কিন্তু কমিউনিটির কথা চিন্তা করে আমরা কোন বিশৃঙ্খলা চাইনা এবং অস্ট্রেলিয়া প্রবাসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারকে আবেদন করেছি যেন এই সকল খুনি আওয়ামী লীগের যারা পালিয়ে অস্ট্রেলিয়ায় আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যেন কমিউনিটিতে ভবিষৎ প্রজন্মের কাছে কোন খারাপ দৃষ্টিকটুর লোক অনায়াসে ঘুরাফেরা না করে।
বিএনপি অস্ট্রেলিয়া সাধারণ সম্পাদক মোঃআবুল হাছান বলেন, বিএনপির নেতা কর্মী এবং ছাত্র জনতা হত্যাকারীদের শ্বর্গ রাজ্য এখন অষ্ট্রেলিয়াতে,বিশেষ করে সিডনিতে স্বদর্পে চড়ে বেরাচ্ছে।এবং তাদের স্বানীয় দুসরা তাদেরকে নিয়ে বুকফুলিয়ে সংগ এবং আশ্রয় দিচ্ছে।আমরা মনে করি এদেরকে এবং এদের স্বানীয় সহযোগীদের সামাজিকভাবে বয়কট করা উচিত।
ঘটনার সময় উপস্থিত বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু জানান, আমাদের দল এবং দেশের সাধারণ ছাত্রজনতা হত্যাকারী সাবেক অবৈধ খুনি এমপি যদি সিডনিতেএসে আমাদের সামনে ঘুরাঘুরি করে তাহলে আমাদের বুকে রক্ত ক্ষরণ হয়।এই জন্য এরা বিশ্বের যেখানেই যাবে এই ভাবে প্রতিরোধিত হবে।
নিউসাউথওয়েলস বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইরফান খান বলেন, আওয়ামী একটি ঘৃন্নিত গোষ্ঠী এবং দলের নাম দেশে হোক বিদেশে হোক এদের বিচার করা জরুরী তানাহলে সমাজে অস্থিরতা বিরাজমান থাকবে।
বিএনপি অস্ট্রেলিয়া র সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম বলেন আমি লাকেম্বায় ব্যাবসা করি গত ১৭ বছরে আন্দোলনে ওতপ্রোত ভাবে জড়িত ছিলাম কিন্তু মিডিয়ার কারনে কোন আওয়ামী লীগ লুটপাট এবং খুনের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতাধীন এনে বিচার করা জরুরী ।এদের মত ঘৃন্নিত লোকজন যদি সিডনির কমিউনিটিতে অনায়াসে ঘুরাঘুরি করে তাহলে অনাকাংখিত ঘটনা ঘটবেই।
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025