পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় আমজাদ হোসেন(৩০) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। তিনি উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও একই এলাকার কাদিপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী। গত রোববার রাতে কাদিপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, গত বছরের ৪নভেম্বর রাতে উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় তার বিরুদ্ধে পোরশা থানায় মামলা রয়েছে। ঐ মামলায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।