ঢাকাFriday , 26 December 2025
  1. Home
  2. অন্যান্য
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. বিনোদন
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আই এন টি ইউ সি সেবাদলের উদ্যোগে, প্রয়াত প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংয়ের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হল

Kobita afroz
December 26, 2025 9:15 pm
Link Copied!

আজ ২৬শে ডিসেম্বর শুক্রবার, ঠিক সকাল ১১ টায়, পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবাদলের আহ্বনে এবং সভাপতি প্রমোদ পান্ডের উদ্যোগে, কলকাতা লেডি ভিক্টোরিয়া ডাফরিন হসপিটালের সংযোগস্থলে, ইন্দ্রিরা গান্ধীর মূর্তির সামনে, ভারতের রূপকার প্রয়াত ড: মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়,

আই এন টি ইউ সি সেবাদলের উদ্যোগে, প্রয়াত প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংয়ের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হল

প্রয়াত প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে , এছাড়াও শ্রদ্ধা জানান আই,এন টি ইউ সি সেবাদলের অন্যান্য সদস্যরা।

উপস্থিত ছিলেন, আই এন টি ইউ সি দলের সভাপতি প্রমোদৈ পান্ডে , আইনজীবী আশফাক আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর নাথ হাজরা, শিলা চক্রবর্তী, সোমা দে সহ অন্যান্যরা।

আজ যাকে ভুলতে বসেছেন, যিনি ভারতের রূপকার, দেশের দরিদ্র মানুষের কল্যাণের জন্য যে সকল প্রকল্প তৈরি করে গিয়েছেন, আজ তাহার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে ,আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। ডঃ মনমোহন সিং অমর রহে, আমরা তোমার পাশে আছি থাকবো,

যিনি ১০০ দিনের গ্রামীন ভারতকে দিয়েছিল সমৃদ্ধি, ২৬ কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে এনেছিল, মহামারী বন্যা,প্রাকৃতিক দুর্যোগে MGNREGA স্কীম গ্রামীণ ভারতের একমাত্র দরিদ্র মানুষের সহায় ছিল। আজ সেটি বন্ধ হতে বসেছে। এমনকি মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছে।

তাই আজকে প্রয়াত ডঃ মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, পশ্চিমবঙ্গ intuc সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে বলেন, ইদানিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পরের প্রকল্পকে নিয়ে নিজের নামে চালাতে চাইছেন, শুধু তাই নয়, একজন দেশ নায়ক মহাত্মা গান্ধীর নামও বাদ দিতে চলেছে।, আমরা এর তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাই, আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৮ শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিবাদ গর্জে উঠবে এই বাংলায়, এক সপ্তাহ ব্যাপী চলবে বিভিন্ন রাস্তায় ও পাড়ায় পাড়ায় অলিতে গলিতে বিক্ষোভ সমাবেশ,

যিনি গরিবের ১০০ দিনের প্রকল্পকে বন্ধ করে দিয়ে, গরিবদের পেটে লাথি মারছেন , শুধু তাই নয়, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই, একের পর এক কলকারখানা সরকারি অফিসে কর্মী ছটায় থেকে শুরু করে বন্ধ কলকারখানা পর্যন্ত করে দিচ্ছেন। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে। যিনি সাধারণ মানুষের কথা ভাবেন না, আমরা সেই মোদি সরকারকে ধিক্কার জানাই, মহাত্মা গান্ধীর নাম বাতিল করা চলবে না এবং প্রয়াত ডঃ মনমোহন সিংয়ের প্রকল্পকে চালু রাখতে হবে।, দরিদ্রদের জন্য ১০০ দিনের কাজ চালু করতে হবে এবং MGNREGA প্রকল্প রাখতে হবে, মোদি সরকারের ভ্রান্তনীতি মানছে না মানবো না।