বিলুপ্তির পথে দেশীয় ফল
মনির হোসেন মামুন
বিশেষ প্রতিনিধি
নোয়াখালির ভাষায় এটাকে বন্যা গাব ও জাইল্ল্যা গাব বলে তবে অঞ্চলভেদে এসব ফলকে একেক অঞ্চলে আলাদা আলাদা নামে চিনে,,, এটা কাঁচা অবস্হায় এটার ভিতরের বিচির শ্বাস খেতে অনেক মজা,আর পাকলে এটারে ভিতরের রস অনেক মজার ছিলো,এই গাছে লাল পিঁপড়া বাসা করতো বেশি,লাল পিঁপড়ার কামড় সহ্য করে এফল পেড়ে আনা ছিলো শৈশবের বড় ধরনের এডভেঞ্চার।এছাড়াও কাঁচা গাবের কস দিয়ে মাছ ধরার ঝাকি জালের সুতা শক্ত করার কাজে ও ব্যবহার করা হতো,,,কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামের ইতিহাস ও ঐতিয্যের সাথে জড়িত এমন অনেক ফল গাছ,,এর মধ্যে জাইল্ল্যা গাব,বেতিন বা বেত ফল,আফিন ফল(নোয়াখালির ভাষায়),এন্না ফল(নোয়াখালির ভাষায়) কাউ ফল (নোয়াখালির ভাষায়) উল্লেখযোগ্য।যাদের জন্ম ২০০০ সালের আগে তারা এসব ফল চিনবে ভালো করে,শৈশবে গ্রামের এমন কোনো ছেলে মেয়ে নেই যারা এসব ফল একবার ও খায় নাই,তাই গ্রামের ঐতিয্যে রক্ষায় বিলুপ্ত প্রায় এসব ফলের গাছের চারা ব্যাপকভাবে উৎপাদন করে সরকারি ভাবে তা বিনামূল্যে বিতরন করে এসব ফল গাছ আবার ফিরিয়ে আনার জন্য সচেতন মহল জোর দাবি জানাচ্ছেন।
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025