রাঙামাটি পার্বত্য জেলা সদরের রাঙ্গাপানি এলাকায় উৎসবমুখর পরিবেশে পৈনাল স্পোর্টস ক্লাব আয়োজিত ‘আন্তঃব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’-এর পর্দা নামলো। আজ ২৭ ডিসেম্বর, শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ক্লাব প্রাঙ্গণে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান।
পুরস্কার বিতরণীকালে প্রধান অতিথি দীপেন দেওয়ান বলেন, সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পার্বত্য অঞ্চলের তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে পৈনাল স্পোর্টস ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন এলাকায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।
শীতকালীন এই টুর্নামেন্টে এলাকার একাধিক দল অংশগ্রহণ করে। চূড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের নেতৃবৃন্দ এবং শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

