নোয়াখালী সোনাইমুড়ী ২ নং নদনা ইউনিয়ন হাটগাঁও গ্রামের মানিক খোনারের নাম আলোচনায় এসেছে তার তাবিজ কবজ বিক্রির ব্যবসা নিয়ে। অভিযোগ উঠেছে, তিনি প্রশাসন ও স্থানীয় ইউটিউবে সাংবাদিকদের ম্যানেজ করে এই অবৈধ ব্যবসা চালাচ্ছেন। গোপনে চলছে তার তাবিজ কবজের বিক্রি, যার মাধ্যমে তিনি অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল তার এই অবৈধ কর্মকান্ডের জন্য মোছলেখা ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও, সূত্র জানায়, এই ব্যবসার মাধ্যমে ঘরে এসি পর্যন্ত প্রতিষ্ঠিত করেছেন তিনি, যা তার ব্যবসার অবৈধ আয়ের একটি বহিঃপ্রকাশ। স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করে এই ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে, যা স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি করছে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছেন যে, দ্রুত প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড আরও বিস্তৃত হতে পারে।
তার অবৈধ সম্পদ ও ব্যবসার ব্যাপারে সাংবাদিক জানতে চাইলে তিনি জানান নির্বাহী অফিসার টিনা পাল আমাকে গান পয়েন্ট রেখে স্বাক্ষর নিয়ে যায়।।
তিনি আরো জানান সাংবাদিকরা আমি জানি এক সময় আমিও সাংবাদিকতা করেছি সাংবাদিকতার ফাঁকপুকুর আমার জানা আছে। সাংবাদিকদের কে ম্যানেজ করেই দীর্ঘ ৪০ বছর আমার এই ব্যবসা পরিচালনা করে আসছি। এবং পরবর্তীতে আমি একটা লাইসেন্স করে রেখেছি যাতে কেউ আমার কিছু করতে না পারে।
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025