ঢাকাMonday , 17 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
Link Copied!

*নয়াপল্টনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর দোয়া ও ইফতার মাহফিল*

গত বিকাল ৪টায় নয়াপল্টনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে এক অভিজ্ঞান দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাটি সভাপতিত্ব করেন জিসপ এর সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এড. মো. কামাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, যিনি তার বক্তব্যে রাজনৈতিক এবং সামাজিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমমান কাদের চৌধুরী, জিসপ এর উপদেষ্টা শামীমা বরকত লাকি, লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সহ জিসপ এর কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।

এই উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানটি উপস্থিত সবাইকে একত্রিত করে রাজনৈতিক ঐক্য ও দেশপ্রেমের গুরুত্ব উপলব্ধি করার সুযোগ করে দিয়েছে।