*নোয়াখালী জেলা জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত*
নোয়াখালী জেলা জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সভাটি অনুষ্ঠিত হয় *মায়া হোটেলের ৩য় তলা, পৌর বাজার প্রধান সড়ক, মাইজদী কোর্ট, নোয়াখালী* তে।
*সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:*
- *জনাব মাহবুব আলমগীর আলো*, আহ্বায়ক, নোয়াখালী জেলা বিএনপি। তিনি তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের ভবিষ্যৎ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
*বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:*
- *জনাব এস এম শাহজাহান সাজু*, সাবেক সভাপতি, কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটি (জিসপ)।
- *জনাব এম গিয়াস উদ্দিন খোকন*, সভাপতি, জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
- *জনাব আনোয়ার হোসেন রতন*, যুগ্ম-সাধারণ সম্পাদক, জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
- *জনাব ফয়সল ইনাম কমল*, সহ-সভাপতি, স্বেচ্ছাসেবকদল নোয়াখালী জেলা শাখা।
*সভায় সভাপতিত্ব করেন:*
- *জনাব হাজী নুর আলম বাচ্চু*, সভাপতি, জিসপ নোয়াখালী জেলা শাখা।
*অন্যন্য বক্তারা:*
- *জনাব জাহাঙ্গীর আলম*, সিনিয়র সহ-সভাপতি, স্বেচ্ছাসেবকদল নোয়াখালী জেলা শাখা।
- *জনাব মহিন উদ্দিন*, যুগ্ম-সাধারণ সম্পাদক, যুবদল নোয়াখালী জেলা শাখা।
- *জনাব আনোয়ার হোসেন রকি*, সাবেক সহ-সভাপতি, ছাত্রদল নোয়াখালী জেলা শাখা।
- *এড. জাহিদুল ইসলাম*, সদস্য সচিব, জিসপ নোয়াখালী জেলা শাখা।
*সঞ্চালনায় ছিলেন:*
- *জনাব গোলাম রব্বানী*, যুগ্ম আহ্বায়ক, জিসপ নোয়াখালী জেলা শাখা।
এদিনের মতবিনিময় সভায় বক্তারা সমাজকল্যাণ, মানবিক সহায়তা, দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় জনগণের কল্যাণে সংগঠনের আরও শক্তিশালী কার্যক্রম পরিচালনা নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
নোয়াখালী জেলা বিএনপি, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ এবং তার সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দের মধ্যে একত্রিত কাজের মাধ্যমে নোয়াখালী জেলার উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এভাবে, এই মতবিনিময় সভা রাজনৈতিক, সামাজিক ও সংগঠনগত উন্নয়নকল্পে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
*ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা সমাপ্তি ঘোষণা করেন।*[caption id="attachment_3348" align="alignnone" width="300"] smart[/caption]
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025