*তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে জনাব মোতাহার হোসেন মানিকের উপস্থিতি*
চট্টগ্রাম পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত *তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশে* গর্বিত উপস্থিতি জানিয়েছেন *সোনাইমুড়ী পৌরসভার মাননীয় মেয়র জনাব মোতাহার হোসেন মানিক*। তিনি এই সমাবেশে অংশ নিয়ে তরুণদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর দৃঢ় অবস্থান ও সমর্থন প্রকাশ করেন।
🔹 মেয়র মানিক তাঁর বক্তব্যে বলেন —
_"তারুণ্যই জাতির ভবিষ্যৎ। তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা না হলে একটি সুস্থ গণতন্ত্র কল্পনাও করা যায় না। তরুণদের কথা বলতে দিতে হবে, নেতৃত্ব দিতে দিতে হবে। আমি সবসময় তাদের পাশে আছি।"_
এই উপস্থিতি ও বক্তব্য তরুণ সমাজের মাঝে উদ্দীপনা ও সাহস যোগাবে।
*#তারুণ্যের_অধিকার #চট্টগ্রাম_সমাবেশ #মেয়র_মানিক #সোনাইমুড়ী_পৌরসভা #গণতন্ত্র_ফিরিয়ে_দাও #তরুণ_জাগরণ #BNP_YouthPower #YouthRights_2025 #জনতার_সমাবেশ #পলোগ্রাউন্
এম শাহ হোসাইন
মিসেস মাহিয়া মাহি রিমা
01767478968
All rights reserved © 2025