নিজস্ব প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) বিকালে নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদ মোড় সংলগ্ন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড.মীর নূরুল ইসলাম।
নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলী।
অন্যান্যের মধ্যে নলডাঙ্গা উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জিহাদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল বারিক, আশরাফুল ইসলাম, মাওলানা আবু নওশাদ নোমান, নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মামুনুর রশীদ মোল্লা ও সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।