নিজস্ব প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলা দোকান শ্রমিক ইউনিয়নের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে নলডাঙ্গা পৌর এলাকার পেট্রোল পাম্প চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর ডিয়াউল হক।
নলডাঙ্গা উপজেলা দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং মামুনুর রশীদ মোল্লার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইয়াছিন উর রহমান, সময়র আলী, নলডাঙ্গা পৌর জামায়াতের সভাপতি আব্দুল বারিক ও কর্ম পরিষদের সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ।