নিজস্ব প্রতিবেদক :-
আবহমান বাংলার এক চিরায়ত সংস্কৃতি পিঠা পুলির উৎসবের আয়োজন।গ্রাম বাংলার ঐহিতহ্যবাহী শীতকালীন এই উৎসবের ধারা অব্যাহত রাখতে তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে আয়োজন করা হয় পিঠা উৎসব।
বৃস্পতিবার বেলা ১০ টার দিকে উপজেলার মাধনগর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রসাশনের সহযোগিতায় মাধনগর ষ্টুডেন্ট সোসাইটির আয়োজনে দিনব্যাপি এ পিঠা উৎসবের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রেদুয়ানুল হালিম।এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশিকুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন,নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
পিঠা মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হরেক রকমের পিঠা পুলির তৈরি করে বিক্রি করে।