ঢাকাMonday , 3 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

admin
February 3, 2025 12:51 pm
Link Copied!

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নারী ঘটিত বিষয় কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচবিবি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
আজ সোমবার বিকেল ৩ টায় উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই মধ্যপাড়া গ্রামের রশিদুলের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আব্দর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র ও রশিদুলের চাচা। নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী রোববার আব্দুর রাজ্জাক আমদই বাজারে ওয়াজ মাহফিলে গেলে সেখান থেকে কৌশলে বাড়ীতে ডেকে আনেন উচাই গ্রামের আব্দুস সামাদের পুত্র রশিদুল ইসলাম।
তিনি নিজ বাড়ীতে বৃদ্ধকে আটকে রেখে রাতভর নির্যাতন করেন । এতে আব্দুর রাজ্জাকের মৃত্যু নিশ্চিত হলে সকালে বাড়ীতে তালা দিয়ে স্ব পরিবারে পালিয়ে যান তারা। নিহত আব্দুর রাজ্জাকের সাথে রশিদুলের স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে অনৈতিক সম্র্পক ছিলো বলে এলাকাবাসী কানাঘুঁষা করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ময়নাতদন্ত ও অধিকতর তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রস্তুতি চলছে।