ঢাকাMonday , 17 February 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

admin
February 17, 2025 10:33 am
Link Copied!

বকশীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-২

  • বকশীগঞ্জে চলমান *অপারেশন ডেভিল হান্ট* অভিযানে যুবলীগের এক নেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ১৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

    গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন পৌর এলাকার পশ্চিম নামাপাড়া গ্রামের মৃত খোরশেদ আলী মন্ডলের ছেলে, যুবলীগ নেতা *ইসমাইল হোসেন স্বপন মন্ডল (৪২)* এবং অন্যজন হলেন পৌর এলাকার নয়াপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে, উপজেলা আওয়ামীলীগের নয়াপাড়া মোড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক *এরশাদ হোসেন (৪০)*।

    ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” এর পাশাপাশি, পুলিশ এক অভিযান পরিচালনা করে পৌর এলাকায় ৫০ লিটার চোলাই মদসহ *শ্রীমতি শেফালী রাম (৪০)* নামে এক মহিলাকেও গ্রেফতার করেছে।

    বকশীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এসব অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য সর্বশেষ