সোনাইমুড়ী উপজেলাকে পৃথক সংসদীয় আসনের দাবি জোরালো হচ্ছে
নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাকে বেগমগঞ্জের সঙ্গে যুক্ত করে নোয়াখালী-২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করছে এলাকাবাসী।
সোনাইমুড়ীবাসীর দাবির কেন্দ্রবিন্দু—নিজস্ব পরিচয়, উন্নয়ন ও প্রশাসনিক গুরুত্ব। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সোনাইমুড়ী নানা দিক থেকে অবহেলিত ও বঞ্চিত হয়ে এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থান—প্রতিটি খাতেই সোনাইমুড়ী পিছিয়ে পড়েছে।
এছাড়া, জনপ্রতিনিধিদের অপ্রতুল উপস্থিতি, বাজেট বরাদ্দে বৈষম্য, উন্নয়ন পরিকল্পনায় উপেক্ষা—সব মিলিয়ে একাধিকবার দাবি উঠেছে সোনাইমুড়ীকে আলাদা সংসদীয় আসন ঘোষণার জন্য।
স্থানীয় সামাজিক সংগঠন, নাগরিক ফোরাম ও তরুণ সমাজ এই দাবিতে একমত হয়েছেন। তাঁদের বক্তব্য—সোনাইমুড়ীর জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান পৃথক আসনের যোগ্যতা রাখে।
একজন সচেতন নাগরিক বলেন, “দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছি। আলাদা আসন হলে আমাদের কণ্ঠস্বর আরও জোরালো হবে, উন্নয়ন হবে গতিশীল।”
আগামী নির্বাচনের আগেই এলাকাবাসী চায় স্পষ্ট ঘোষণা—
সোনাইমুড়ী হবে স্বাধীন একটি সংসদীয় আসন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি।