ঢাকাWednesday , 22 January 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

admin
January 22, 2025 2:07 pm
Link Copied!

 

 

নাটোর প্রতিনিধিঃ “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়’ সেবা হবে বিশ্বময়” এই স্লোগান কে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌর প্রশাসক আশিকুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী। অন্যান্যের মধ্যে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সভাপতি ও সাবেক নলডাঙ্গা পৌর প্রশাসক এম এ হাফিজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. ফজলার রহমান প্রমুখ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি ও যন্ত্র প্রদর্শন করেন।