নিজস্ব প্রতিনিধি: সোনাইমুড়ী
সোনাইমুড়ী আলাদা সংসদীয় আসন হলে রাজনৈতিক নেতৃত্ব থাকবে নিজস্ব; না হলে সুনির্দিষ্ট প্রস্তাব।
সোনাইমুড়ী উপজেলাকে যদি পৃথক সংসদীয় আসন হিসেবে ঘোষণা করা হয়, তবে রাজনৈতিকভাবে এটি হবে ঐতিহাসিক অর্জন—এমনটাই মনে করেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা। তাঁদের বক্তব্য, সোনাইমুড়ির নিজস্ব নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক ইতিহাস রয়েছে, যা একটি স্বাধীন আসনের দাবি জোরালো করে।
তবে যদি সোনাইমুড়ী বেগমগঞ্জের সাথে একীভূত হয় এবং আলাদা আসন না হয়, তাহলে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব স্থানীয়ভাবে উঠেছে। প্রস্তাবটি হলো—সোনাইমুড়ি উপজেলার ৯ নং দেওটি ইউনিয়ন এবং ১নং জয়াগ ইউনিয়ন চাটখিল উপজেলার মধ্যে যে ভৌগোলিক, সাংস্কৃতিক ও সামাজিক ঘনিষ্ঠতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে এই দুটি ইউনিয়নকে চাটখিল একীভূত করে সাংগঠনিক ও প্রশাসনিক সংযুক্তি দেওয়া হোক।
এই আহ্বান জানানো হচ্ছে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের প্রতি।
*হাসি মুখে নয়, বাস্তব উন্নয়ন ও প্রতিনিধিত্বের লক্ষ্যে এখন সময় এসেছে জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার।*
#সোনাইমুড়ী_আসন