নিজস্ব প্রতিবেদক :-
তারুণ্য উৎসবের এবারের প্রতিপাদ্য এসো দেশ বদলাই পৃথিবী বদলাই।
তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ ঘটিকায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই সমাবেশে এলাকার যুবক-যুবতীরা তাদের উদ্ভাবনী চিন্তাভাবনা, উদ্যোক্তা মনোভাব এবং ক্যারিয়ার বিকাশ নিয়ে আলোচনা করেছেন।
উক্ত সমাবেশে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদোয়ানুল হালিম। তিনি বক্তৃতায় তরুণদের উদ্দীপনা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সমাবেশে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আশিকুর রহমান, (সহকারী কমিশনার ভূমি) যিনি যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরি করার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ এবং কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, “আমরা চাই, যুব সমাজ তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নিজে সফল হোক এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।”
সমাবেশে যুব ও উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ ও সহজ লোন নিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফল তরুণ উদ্যোক্তা মোঃ রাসেল, মোছাঃ রহিমা খাতুন, মোঃআমিনুর, ও জেসমিন তাদের সফলতার গল্প তুলে ধরেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। এবং যুব সমাজের মধ্যে উদ্যোক্তা তৈরি ও বিকাশের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়াও, বক্তারা সমাবেশে যুবকদের জন্য চাকরি ও উদ্যোক্তা বিষয়ক নানা পরামর্শও প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক (কাম কম্পিউটার) মোঃ সবুজ, অফিস সহায়ক মোঃ মাহমুদ প্রমুখ।
আয়োজনের শেষে, সংগঠকরা তরুণদের উদ্দেশ্যে বলেন, “তরুণদের শক্তি ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা সমাজ ও দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।