• ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আজ মহাসমাবেশ : মাধ্যরাতে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ণ
আজ মহাসমাবেশ : মাধ্যরাতে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন

রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশেকে কেন্দ্র করে মাঝরাতে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখর দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন। ‘কে বলেরে জিয়া নাই, জিয়া ছাড়া উপায় নাই। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।’— বিএনপি কর্মীদের এসব স্লোগানে মুখরিত দলটির নয়াপল্টনের কার্যালয়ের সামনে সড়ক।

 

শনিবার (২৮ অক্টোবর) রাতে সরেজমিনে নয়াপল্টনে এ চিত্র দেখা গেছে। রাত সাড়ে বারোটার পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক থেকে দেড় হাজার নেতাকর্মী উপস্থিত থেকে নানা স্লোগান দিতে দেখা গেছে। পাশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের অনেকেই হোটেলে স্থান না পেয়ে রাতে নয়াপল্টনের আশেপাশের রাস্তার ফুটপাতে ঘুমানোর জন্য অবস্থান নিয়েছেন। এমনকি কয়েকজন বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের রাস্তার ফুটপাতে ঘুমাতে দেখা যায়।

 

 

nagad

 

রাত যত গভীর হচ্ছে, নেতাকর্মীদের সংখ্যা ততই বাড়ছে।

 

 

এর আগে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে।

 

 

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

 

 

তিনি জানান, বিএনপিকে ও আওয়ামী লীগকে ২০ শর্তে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

 

 

এ ছাড়া শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াতে ইসলামী। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। আজ শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

 

 

এদিকে মহাসমাবেশের অনুমতি চেয়ে জামায়াতের পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছিল। তবে আগেই ডিএমপি জানিয়েছিল জামায়াতকে অনুমতি দেওয়া হবে না।

 

 

সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে, তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।