হঠাৎ করেই ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ।
দুপুর ১টায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয় কাকরাইলে। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটেঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়।
একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাকরাইলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়লে নয়াপল্টনে মাহাসমাবেশে আপাতত বক্তব্য বন্ধ করেছেন দলের নেতারা।