• ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে অবরোধ সমর্থনে যাত্রীবাহী বাস-ট্রাক ভাঙচুর

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৩, ১৮:১৪ অপরাহ্ণ
রাজশাহীতে অবরোধ সমর্থনে যাত্রীবাহী বাস-ট্রাক ভাঙচুর

রাজশাহীতে অবরোধের সমর্থনে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

 

পুঠিয়া থানার ওসি রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে নাটোর থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে রাজশাহীর শিবপুর এলাকায় রাস্তা অবরোধ করে। এ সময় তারা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাকে ভাঙচুর চালায়। পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

 

ওসি আরও বলেন, বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ভাঙচুরের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হয়নি। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুঠিয়ার প্রায় সব রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।