বরিশাল নগরীতে গভীর রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাশিপুর এলাকার হাসান মার্কেট সংলগ্ন ভূইয়া সড়কে আর্মড ব্যাটালিয়ন কমান্ডারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এতে তাৎক্ষণিক কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসের মধ্যে থাকা হেলপার জীবন বাঁচাতে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।
জানা গেছে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে মা এন্টারপ্রাইজ নামের একটি থামানো বাসে হঠাৎ আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় বাসের হেলপার শাওন (১৫) বাস থেকে লাফ দিয়ে বাইরে এসে চিৎকার করলে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করতেছে। হঠাৎ এমন অগ্নিসংযোগ ঘটলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।