• ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গভীর রাতে বরিশালেও বাসে অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ণ
গভীর রাতে বরিশালেও বাসে অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী

বরিশাল নগরীতে গভীর রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাশিপুর এলাকার হাসান মার্কেট সংলগ্ন ভূইয়া সড়কে আর্মড ব্যাটালিয়ন কমান্ডারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এতে তাৎক্ষণিক কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসের মধ্যে থাকা হেলপার জীবন বাঁচাতে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

জানা গেছে  ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে মা এন্টারপ্রাইজ নামের একটি থামানো বাসে হঠাৎ আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় বাসের হেলপার শাওন (১৫) বাস থেকে লাফ দিয়ে বাইরে এসে চিৎকার করলে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করতেছে। হঠাৎ এমন অগ্নিসংযোগ ঘটলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।