• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে ৫ ইউনিয়নে ভোট যুদ্ধ শুরু..

Rupganj Somoy
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১, ০০:০২ পূর্বাহ্ণ
রূপগঞ্জে ৫ ইউনিয়নে ভোট যুদ্ধ শুরু..

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সচিব হুমায়ুন কবীর খোন্দকার। বুধবার নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। ঘোষিত তফসিলে জেলায় ১৫টি ও রূপগঞ্জ উপজেলাম ৫টি ইউনিয়নে নির্বাচনের ঘোষনা করা হয়েছে। এরমধ্য কায়েতপাড়া, ভোলাবো, ভুলতা, গোলাকান্দাইল ও মুড়াপাড়া ইউনিয়নের নাম উল্লেখ্য করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায় এ ৫ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোটগ্রহণ! ঘোষনার পরপরই রূপগঞ্জের এসব ইউনিয়নে শুরু হয়ে গেছে ভোট যুদ্ধ। সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতিক পেতে শুরু করেছেন দৌড়ঝাপ। বিশেষ করে সরকারি দল আওয়ামীলীগে এ প্রতিযোগীতা তীব্র। প্রতিটি ইউনিয়নে সরকারি দলের প্রতিক প্রত্যাশী একাধিক প্রার্থী রয়েছেন।