• ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এড. আফজালুল করিম

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৪, ১২:০৩ অপরাহ্ণ
পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এড. আফজালুল করিম

নিজস্ব প্রতিবেদক: বরিশাল-৪ আসনের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এড. আফজালুল করিম।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা জানান।

 

এড. আফজালুল করিম বলেন, “পবিত্র ঈদ-উল-ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। আর মানবতাবাধের বহ্নিশিখা জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতরের খুশি ভাগাভাগি করে নিই।”

এড. আফজালুল করিম বলেন, “আসুন, সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। উৎসবের এ শক্তি সংহত হোক সব ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে। সুখী-সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত স্মার্ট বংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, দেশকে।”