রাশেদুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা যুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী জেলা মুজিব বাহিনীর কমান্ডার সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক এমপি মাহমুদুর রহমান বেলায়েত এর প্রয়াণে হাতিয়া উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর( বুধবার) সকালে উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন এমপি মোহাম্মদ আলী।এ ছাড়া বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়ালী উল্যাহ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম রফিক, হাতিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ
এছাড়া স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধা ইউনুস, মুক্তিযুদ্ধা এনামুল, হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান এবং নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও হাতিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন সহ অনেকে।
স্মরণ সভায় মাহমুদুর রহমান বেলায়েত এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এই সময় মুক্তিযুদ্ধা কমান্ডার মাহমুদুর রহমান বেলায়েত এর স্মৃতিচারণ করে আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন-
উক্ত স্মরণ সভায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা জিয়া উদ্দিন। সভা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।