• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের ওপর ককটেল নিক্ষেপ, এক ভবন থেকেই আটক ২ শতাধিক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ণ
পুলিশের ওপর ককটেল নিক্ষেপ, এক ভবন থেকেই আটক ২ শতাধিক

রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় নির্মাণাধীন একটি ভবন থেকে বিএনপির ২ শতাধিক কর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক বিএনপির নেতাকর্মীরা সমাবেশ ঘিরে নাশকতার উদ্দেশ্য ভবনে অবস্থান করছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ।

 

শনিবার (২৮ অক্টোব) রাত দেড়টায় আভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লাঠিসোটা, ককটেল ও হাত বোমা উদ্ধার করে ডিবি পুলিশ।

 

ডিবি প্রধান জানান, ‘আটক ব্যাক্তিরা বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার উদ্দেশ্য ভবনে অবস্থান করছিল। এমন খবর পেয়ে ডিবি পুলিশ অভিযানে আসলে ওই ভবন থেকে তাদের উপর একাধিক ককটেল নিক্ষেপ করে। এরপর আভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লাঠিসোটা, ককটেল ও হাত বোমা উদ্ধার করা হয়।’

 

nagad

 

এদিকে একইদিনে বড় দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীসহ সারা দেশে সর্বোচ্চ সতর্কাবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতার আশঙ্কা করেছে একাধিক গোয়েন্দা সংস্থা।