• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ৪ বাসে আগুন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ণ
এক ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ৪ বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফার অবরোধের আগের দিন রাতে রাজধানীতে চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ি, গুলিস্তান, গাবতলী বাসস্ট্যান্ড ও নটর ডেম কলেজের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

 

রাত ৯টা ২০ মিনিটে যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এর আগে রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

রাজধানীর নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

অপরদিকে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। আগামীকাল রোববার সকাল থেকে চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।

 

 

একই সময়ে সারা দেশে অবরোধ পালন করবে জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দল।