• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ : জনমনে আতঙ্ক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ণ
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ : জনমনে আতঙ্ক

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের আগের দিন শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

 

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। আগামীকাল রোববার সকাল থেকে চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো।

 

 

একই সময়ে সারা দেশে অবরোধ পালন করবে জামায়াত, এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ যুগপৎ আন্দোলনের অন্যান্য দলগুলো।

 

 

 

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের পরদিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা এবং ৭ নভেম্বর এক দিন বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও জামায়াত।